Home জাতীয় ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

0

গণতন্ত্র, জবাবদিহি ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এখনই সময় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিন থেকেই বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

তারেক রহমান বলেন, “৫ আগস্টের ফ্যাসিস্ট পলায়নের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলাম—তারা শুধু কারো স্বজন নয়, এ জাতির গৌরব। চব্বিশের যোদ্ধাদের ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন স্থাপনা শহীদদের নামে নামকরণের চিন্তা রয়েছে।”

তিনি জানান, শুধুমাত্র জুলাই আন্দোলনেই বিএনপির ৪২২ নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হন। ৩০ হাজারের বেশি আহত হন এবং বহু মানুষ নিখোঁজ বা পঙ্গু হয়ে যান। “তারা বেগমপাড়ার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন,” বলেন তারেক রহমান।

ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার আলোকে জাতীয় সরকার গঠন করে আধুনিক, টেকসই রাষ্ট্র গড়ব।”

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ ৬৩টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয় এবং একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির আরিফুল ইসলাম আদিব, এনডিএম’র ববি হাজ্জাজ, হেফাজতের মাওলানা জোনায়েদ আল হাবিব, খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমি, গণঅধিকার পরিষদের রাশেদ খানসহ বিভিন্ন দলের নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, মীর হেলাল, মাহবুব উদ্দিন খোকন, ড. মাহদী আমিনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আনোয়ার আলদীনসহ শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

Exit mobile version