26.9 C
Khulna
Monday, July 7, 2025

ইন্টারনেট প্যাকেজের মূল্য কমলো, কার্যকর আজ থেকেই

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ঘোষণা দিয়েছে, তারা ৭০০ টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় গ্রাহকদের সরবরাহ করবে। এ সিদ্ধান্ত ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বর্তমানে দেশের কোনো আইএসপি প্রতিষ্ঠান — তা থানা, জেলা, বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়েরই হোক — ৫ এমবিপিএস গতির প্যাকেজ দিচ্ছে না। সাধারণত তারা গড় ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সে অনুযায়ীই ৫০০ টাকা মূল্যে এই নতুন প্যাকেজ চালু হচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। আমরা চাই এই র‌্যাংকিং আরও উন্নত হোক। তাই গ্রাহকদের মানসম্মত সেবা (QoS) দিতে এবং দেশের অবস্থান উন্নত করতে ১০ এমবিপিএস দিয়ে প্যাকেজ চালু করা হচ্ছে।

তিনি আরও জানান, যদি সরকার সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রাজস্ব ভাগাভাগি (Revenue Share) বাতিল করে, তাহলে ভবিষ্যতে ২০ এমবিপিএস গতির ইন্টারনেট প্যাকেজ চালু করা সম্ভব হবে। সে লক্ষ্যেই কাজ করছে আইএসপিএবি।

একই সঙ্গে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহক ৫% ভ্যাট দিতে আগ্রহী নন, ফলে এই অর্থ আদায় করা অনেক সময় সম্ভব হয় না। তবে এখন থেকে আইএসপিএবির সদস্যরা গ্রাহকদের কাছ থেকে এই ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেবেন। গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা লাইসেন্সপ্রাপ্ত আইএসপি থেকে সংযোগ গ্রহণ করেন এবং বিল পরিশোধের সময় সরকারি রিসিট গ্রহণ করেন।

এ উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইএসপিএবি সভাপতি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ