26.9 C
Khulna
Monday, July 7, 2025

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামটা আমি প্রস্তাব করেছিলাম: হান্নান মাসউদ

কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ৫ জুন শুরু হওয়া এ আন্দোলন ঈদের বিরতির পর ১ জুলাই থেকে নতুন করে সক্রিয়ভাবে শুরু হয়েছে।

আন্দোলনকারীদের একজন জানান, হাইকোর্টের রায়ের ফলে ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল হওয়ায় কোটা পুনর্বহাল হয়েছে, যা তারা বৈষম্যমূলক মনে করছেন। এই কারণেই তারা আবারও রাজপথে নেমেছেন। শিক্ষার্থীরা জানান, ১২ জুন পর্যন্ত আন্দোলন চলার পর কোরবানির ঈদের জন্য তা সাময়িক স্থগিত করা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে ৩০ জুনের মধ্যে কোনো সুষ্ঠু সমাধান না আসায় তারা ১ জুলাই থেকে আন্দোলন ফের শুরু করতে বাধ্য হয়েছেন।

আন্দোলনের সংগঠকরা জানান, ২৮ ও ২৯ জুন ধারাবাহিক বৈঠকে আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা হয় এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামক একটি ব্যানারের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যানারটির নাম প্রস্তাব করেন শিক্ষার্থী নেতা হান্নান মাসউদ।

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন এবং সেখান থেকে দুই-তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তারা সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি ও ব্যাপক আন্দোলনে নামবেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ