24.6 C
Khulna
Thursday, August 21, 2025

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে ইউরোপ, যুক্তরাষ্ট্র কিংবা লাতিন আমেরিকার বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও সব জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। আল নাসর ক্লাবের ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা সাফ জানিয়ে দিয়েছেন—সৌদি আরবই এখন তার স্থায়ী ঠিকানা।

রোনালদো বলেন, “আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবার, সংস্কৃতি ও ফুটবল—সবকিছুই উপভোগ করছি। আমি চাই আমার জীবনটা এখানেই শেষ হোক।” আল নাসরের সঙ্গে চুক্তি আরও দুই বছর বাড়িয়ে আজীবন সৌদি আরবে থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

রোনালদো মনে করেন, সৌদি প্রো-লিগের মান ও প্রতিযোগিতা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ফুটবলের মাঠে নিজের অবদান রাখতে চান শুধু ক্লাব নয়, জাতীয় দলের হয়েও। “শুধু আল নাসর নয়, আমি জাতীয় দলের জন্যও নিজেকে প্রস্তুত রাখতে চাই,” বলেন সিআর সেভেন।

তাকে ঘিরে ক্লাব বিশ্বকাপসহ বিভিন্ন ক্লাবের প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে জানান, দীর্ঘ মৌসুমে ভালো পারফরম্যান্সের জন্য এখন বিশ্রাম ও অনুশীলন জরুরি। সামনে ফিফা বিশ্বকাপ থাকায় নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখাই তার মূল লক্ষ্য।

রোনালদোর সৌদি-ভালোবাসা শুধু মাঠে সীমাবদ্ধ নয়, ব্যক্তিজীবনেও সেটি স্পষ্ট। তিনি বলেন, “সৌদি আরব শান্তির দেশ। আমি ও আমার পরিবার এখানে নিজেদের ঘরের মতো অনুভব করি। এখানকার মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে।”

আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো ১০৫ ম্যাচে করেছেন ৯৩টি গোল। যদিও এখনও লিগ শিরোপার দেখা পাননি, তবে এবার নতুন মৌসুমে সব ভুলে সামনে তাকাতে চান। “গত মৌসুমের পারফরম্যান্সে আমি খুশি না। কিন্তু এবার বিশ্বাস করি—আমরা চ্যাম্পিয়ন হব,” বলেন তিনি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আল নাসরে তার দৈনিক বেতন প্রায় ১৩ কোটি টাকা হলেও, রোনালদোর প্রতিশ্রুতি আরও বড়—আল নাসরকে সৌদি লিগের সেরা ক্লাব বানানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তিনি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ