জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা: নতুন সংবিধান, মৌলিক সংস্কার ও হাসিনার বিচারের দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংবিধান আওয়ামী লীগের তৈরি—এটি আর জনগণের নয়। তাই এই সংবিধান সংস্কার করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি স্পষ্ট করে জানান, মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও শেখ হাসিনার বিচার ছাড়া কোনও নির্বাচন হলে এনসিপি তাতে অংশ নেবে না। সেই নির্বাচন দেশের জনগণও মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা ক্ষমতার পালাবদলের জন্য ব্যবহার করতে দেব না। দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, মাফিয়া চক্র ও ব্যবসায়ী সিন্ডিকেটের অবসান ঘটাতে হবে। শেখ হাসিনার সহযোগীদের প্রতিহত করে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে কেবল উন্নয়নের বুলি শুনিয়েছি, কিন্তু বাস্তব উন্নয়ন হয়নি। রাজা বদলালেও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি।” তিনি অভিযোগ করেন, তিস্তা নদীর পানি সঠিকভাবে ব্যবহারের সুযোগ না থাকায় পুরো উত্তরাঞ্চল অবহেলিত। দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষার দাবিতে আন্দোলনের ঘোষণা দেন তিনি।
ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি তিনি আগামী নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে এনসিপির পক্ষে থাকার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশে গুম, খুন, হত্যা ঘটেছে, কিন্তু বিচার হয়নি। যারা আমাদের ভাইকে গুলি করে হত্যা করেছে, তারা আজও ধরাছোঁয়ার বাইরে।”
তিনি তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ করে বলেন, “আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন নয়—সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন ও হাসিনার বিচার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।