Home রাজনীতি আওয়ামী লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি

আওয়ামী লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি

0

আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতা খান তালাত মাহমুদ রাফি।

তিনি বলেন, “পুলিশ বাহিনীতে দৃশ্যমান সংস্কার জরুরি। আওয়ামী লীগের আমলে যাঁরা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবাইকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

চট্টগ্রামের পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

চার দফা দাবিগুলো হলো:
১. পটিয়া থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে স্থায়ীভাবে বরখাস্ত ও বিচারের আওতায় আনা এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া।
২. চট্টগ্রামের পুলিশ সুপারকে অপসারণ।
৩. পুলিশের ভেতরে কাঠামোগত সংস্কারের নির্দেশনা দেওয়া।
৪. ভবিষ্যতে কোনো থানায় আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের চিহ্নিত কাউকে দায়িত্ব দিলে, শর্তহীনভাবে তাকে গ্রেপ্তার করা।

Exit mobile version