জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২১ জুলাই ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করুন।”
এর আগের দিন, বুধবার, একটি ভিডিও শেয়ার করে পিনাকী লেখেন, “লড়াইয়ের মাঠে আমার মাদরাসার ভাইয়েরা—যাদের পুরো শরীরটাই যেন এক টুকরো কলিজা। তাদের বীরত্ব, সাহস আর আত্মত্যাগ ছিলো ফ্যাসিবাদ উৎখাতের মূল শক্তি। অথচ সেই লড়াই, সেই বীরত্বকে আড়াল করে রাখা হয়েছে—যেভাবে ইতিহাসে প্রায়শই হয়ে থাকে।”