সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’ র্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) জিতেছেন মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক প্রবাসী বাংলাদেশি।
বেলাল বর্তমানে আবুধাবিতে বসবাস করছেন। গত ২৪ জুন তিনি ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এই বিশাল অঙ্কের পুরস্কার জেতেন।
র্যাফেল ড্র শেষ হওয়ার পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা বেলালকে কল করেন, তবে তারা তার সঙ্গে কথা বলতে পারেননি। আয়োজক সংস্থা জানিয়েছে, তারা বিজয়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।
বিগ টিকিট কর্তৃপক্ষের এই র্যাফেল ড্র সংযুক্ত আরব আমিরাতে অত্যন্ত জনপ্রিয়। এর আগে গত মাসে একই আয়োজনে ২৭৫তম সিরিজের গ্র্যান্ড প্রাইজ হিসেবে ২০ মিলিয়ন দিরহাম জিতেছিলেন দেশটির নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি। অন্যদিকে, সাপ্তাহিক ই-ড্রতে আরও একজন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী ১৫০,০০০ দিরহাম জিতেছিলেন।
সূত্র: গালফ নিউজ