Home আঞ্চলিক সংবাদ ওয়েস্টার্ন ইন হোটেলে রহস্যজনক মৃত্যু, নারীর মরদেহ উদ্ধার

ওয়েস্টার্ন ইন হোটেলে রহস্যজনক মৃত্যু, নারীর মরদেহ উদ্ধার

0

৪ জুলাই ।। প্রতিদিন খুলনা

খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শাঞ্জা ইসলাম (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে হোটেলের তৃতীয় তলার ৩০৮ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা গেছে, ওই নারী গত বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন ‘আসমা’ নাম ব্যবহার করে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

বিস্তারিত আসছে…

Exit mobile version