26.9 C
Khulna
Monday, July 7, 2025

লাইনচ্যুতি বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হলো খুলনার ট্রেন চলাচল

৫ জুন ।। প্রতিদিন খুলনা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত মালবাহী ট্রেনের গার্ডব্রেক উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পার্শ্ববর্তী স্টেশনগুলোতে আটকে থাকা ট্রেনগুলো পুনরায় যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

এর আগে বিকেল ৫টা ৩৮ মিনিটে উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে মোংলা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে দেশের অন্যান্য এলাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকে পড়ে। যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন।

স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার আগে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করে। এরপর মালবাহী ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে লাইনচ্যুত হয়। ঘটনার পরই পাকশী বিভাগীয় কার্যালয়ে জানানো হলে রাত ১০টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় গার্ডব্রেকটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ