26.9 C
Khulna
Monday, July 7, 2025

খুলনার লবণচরা মুজাহিদ পাড়া পঞ্চম গলিতে দুবৃর্ত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

খুলনায় যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি, হত্যার চেষ্টা

খুলনার লবণচরা থানাধীন মুজাহিদ পাড়া ৫ নম্বর গলিতে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩)। তিনি একই এলাকার বাবুল শেখের ছেলে।

রোহানের ভাষ্যমতে, রাতের ওই সময়ে তিনজন ব্যক্তি—দুজন মাস্কধারী ও একজন হেলমেট পরিহিত—তার বাসার সামনে এসে তাকে ডাক দেয়। বাড়ির বাইরে এলে কথা না বলেই তারা তার পায়ে গুলি ছোড়ে। গুলিটি তার একটি পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মধ্যে একটি ছিল কালো রঙের, অন্যটি লাল রঙের Apache RTR 4V।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রোহানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে লবণচরা থানা পুলিশ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ