৫ জুলাই, খুলনা।। প্রতিদিন খুলনা
খুলনা, ৪ জুন ২০২৫ (মঙ্গলবার) রাতে খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ইসলামপুর রোডস্থ বিলাসী গলিতে অবস্থিত জনৈক মোস্তফা কামাল চৌধুরীর বাড়ির নিচতলায় অবস্থিত ‘বিলাসী ব্যাচেলার হাউজ’-এ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে হাতেনাতে আটক করেছে।
অভিযানে আটককৃতরা হলেন—
১) আব্দুর রহিম (৫২), পিতা-মৃত মোহাম্মদ আলী, হাজী ইসমাইল রোড, শেখপাড়া, সোনাডাঙ্গা মডেল থানা;
২) হুমায়ুন কবির খোকন (৫৮), পিতা-মৃত আদম আলী খান, পশ্চিম টুটপাড়া, খুলনা সদর থানা;
৩) নিলু হাসান (৪৭), পিতা-মৃত ফজলুল করিম হাওলাদার, পশ্চিম টুটপাড়া, মওলা বাড়ির মোড়, খুলনা সদর থানা;
৪) ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত শাহনাজ মোল্লা, ৫নং মাছঘাট, খুলনা সদর থানা;
৫) মাসুদ হোসেন রানা (৫০), পিতা-মৃত আকবর হোসেন, নবপল্লী, সোনাডাঙ্গা মডেল থানা;
৬) বসির তালুকদার (৩৮), পিতা-মোয়াজ্জেম তালুকদার, হোগলাডাঙ্গা বাঁশবাড়ী, লবণচরা থানা;
৭) জাকির হোসেন (৪৭), পিতা-মৃত হাশেম শিকদার, ডালমিল, সোনাডাঙ্গা মডেল থানা;
৮) জাহাঙ্গীর হোসেন (৬০), পিতা-মৃত আব্দুল গনি মোল্লা, বানরগাতি, সোনাডাঙ্গা মডেল থানা;
৯) ফরিদ খন্দকার (৫০), পিতা-ইরাক আলী খন্দকার, দুর্জনী মহল, রূপসা থানা, খুলনা;
১০) ইসহাক হাওলাদার (৫৪), পিতা-মৃত সুলেমান হাওলাদার, নতুন বাজার এ্যাপ্রোচ রোড, খুলনা সদর থানা;
১১) কালু (৬৫), পিতা-মৃত হান্নান মোদি, আমতলা হাজীবাড়ী, খুলনা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
খুলনা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, নগরীতে জুয়া ও অনৈতিক কার্যকলাপ রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।