26.4 C
Khulna
Monday, July 7, 2025

কনস্টেবলকে স্যার ডেকে ধরা পড়লেন ভুয়া নারী এসআই

গাজীপুরের জয়দেবপুর থানায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে ঢোকার চেষ্টা করায় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে ৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। তানিয়া (২৭) নামে ওই নারী পাওনা টাকা সংক্রান্ত অভিযোগ জানাতে থানায় এসে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশের পোশাক পরে ছিলেন এবং এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করলে ডিউটি অফিসারের সন্দেহ হয়।

পরবর্তীতে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয় এবং জানা যায়, তিনি প্রকৃতপক্ষে পুলিশের সদস্য নন। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তানিয়ার বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ আরও কিছু পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে ঘোরাফেরা করতেন এবং এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতেন। জানা গেছে, তার একটি সংসার রয়েছে এবং তিনি একজন পুত্রসন্তানের মা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, তানিয়াকে শুক্রবার দুপুরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছেন, কিংবা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ