26.4 C
Khulna
Monday, July 7, 2025

ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। শুক্রবার (৪ জুলাই) এই তথ্য প্রকাশ করা হয়।

রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে মোট ৭২ সেনা নিহত হয়েছে। এই সংখ্যা সামগ্রিকভাবে নিহত ৪৪০ সেনার প্রায় ১৬ শতাংশ।

এদের মধ্যে ৩১ জন ফ্রেন্ডলি ফায়ারে, ২৩ জন গোলাবারুদ-সম্পর্কিত দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যান চাপায়, ৬ জন অনির্দিষ্ট দিক থেকে গুলিবর্ষণের ঘটনায় এবং আরও ৫ জন কর্মক্ষেত্রের অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারায়। এই কর্মক্ষেত্র দুর্ঘটনাগুলোর মধ্যে পড়ে যাওয়া বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের ভুল ব্যবহারের ঘটনাও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৮২ জন সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজা আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ