চট্টগ্রামের রাউজান উপজেলায় বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কদলপুর ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। তিনি পরিবার নিয়ে ইসলামিয়া নতুনপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সেলিম ও তার স্ত্রী একটি জানাজায় অংশ নিতে শমশেরপাড়া গিয়েছিলেন। জানাজা শেষে মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন বাড়ির পথে ফিরছিলেন তিনি। ঈশান ভট্টের হাটে পরিবারে জন্য ওষুধ কেনার পর হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে, দক্ষিণ দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে পাঁচজন কালো বোরকা পরা অস্ত্রধারী সেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান জানান, শর্টগানের দুটি গুলি সেলিমের শরীরে লাগে, এর মধ্যে একটি মুখে লাগায় তার মুখ থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।