রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাড়ি ভাঙার ঘটনাকে ‘বীভৎস মববাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৬ জুলাই) রাতে যমুনা টেলিভিশনের ‘রাজনীতি’ অনুষ্ঠান আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “২৪+২৪ = ৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা হয়েছে। এটি ছিলো এক ভয়াবহ ও বীভৎস ধরনের মববাজি। শুধু ভাঙচুর নয়, এর সময় হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচিও চলেছে—যা অত্যন্ত দুঃখজনক।”
রুমিন বলেন, “৩২ নম্বর ভাঙা নিয়ে কথা বললেই অনেকে আমাকে আক্রমণ করবেন, সেটা জানি। কিন্তু তাতেও আমার কিছু যায় আসে না।”
তিনি আরও বলেন, “যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) এলাকায় মিটিং করা যাবে না—এমন ঘোষণা ছিল। কিন্তু সরকারপন্থী একটি দল, যাদের আমি ‘রাজার দল’ বলি, তারাই সেখানে গিয়ে সভা করেছে। এরপরই আমরা দেখলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।”
রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।