26.4 C
Khulna
Monday, July 7, 2025

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত

গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সোমবার (৭ জুলাই) এ তথ্য প্রকাশ করে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

আল-মায়াদিন টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি চ্যানেল ১২ নিশ্চিত করেছে—রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিরিমের দখলকৃত এলাকায় স্থাপনার ওপর আঘাত হানে। এতে ভবনগুলোর কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টানা দুই বছরের ইসরায়েলি আগ্রাসন এবং গাজা ঘিরে কঠোর অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। হামাস ও অন্যান্য গোষ্ঠীর যোদ্ধারা দখলকৃত অঞ্চল লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইয়েমেনে ইসরায়েলি ড্রোন হামলায় তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতির জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

সোমবার ভোরে হুতিরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ডেড সি (মৃত সাগর) তীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। হামলায় এখনো কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই হামলা ইঙ্গিত দেয়, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ