Home সারাবিশ্ব যুক্তরাষ্ট্র-ইসরায়েলে টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইরানের মজুদ শেষ হবে না!

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইরানের মজুদ শেষ হবে না!

0

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরিম এলাকায় আঘাত হেনেছে

গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সোমবার (৭ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ এ তথ্য জানিয়েছে।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিন জানায়, ইসরায়েলি টিভি চ্যানেল ১২ নিশ্চিত করেছে—রোববার গাজা থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র নিরিমের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হানে। হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

প্রায় দুই বছর ধরে চলমান পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজায় কঠোর অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দখলকৃত অঞ্চলগুলো লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায়, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলার পর ডেড সি (মৃত সাগর) সংলগ্ন অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Exit mobile version