খুলনা, ৭ জুলাই ২০২৫:
নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে হারিয়ে যাওয়া বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী এক বৃদ্ধাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
২ জুলাই সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারে কান্নারত অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পান একজন পরিবহনকর্মী। তিনি বিষয়টি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে অবহিত করলে, পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের হেফাজতে নেয়।
ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্ধারকৃত নারীর পরিচয় শনাক্তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তবে তিনি বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা জানাতে পারেননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে পরিবারের সন্ধান চাওয়া হয়। পাশাপাশি খানজাহান আলী ও হরিণটানা থানা এলাকায় সরাসরি খোঁজ চালানো হয়।
শেষমেশ ৭ জুলাই হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় এক ভ্যানচালক ওই বৃদ্ধাকে শনাক্ত করেন। তিনি জানান, নারীর নাম মনোয়ারা খাতুন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত সুলতান গাজী ও মাতার নাম মৃত সবুরুন্নেছা।
ভ্যানচালকের সহায়তায় মনোয়ারার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে মনোয়ারা খাতুনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মনোয়ারাকে ফিরে পেয়ে তার পরিবার কেএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।