25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

চব্বিশের জুলাই-অগাস্টে কোন যুদ্ধ হয়নি বরং হয়েছিল রাজনৈতিক বিরোধ

গত বছরের জুলাই-অগাস্টে দেশে কোনো যুদ্ধ হয়নি, বরং রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে সহিংসতা ঘটেছে—এমন যুক্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি চেয়েছেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানিতে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত ট্রাইব্যুনাল কেবল যুদ্ধকালীন অপরাধের বিচার করতে পারে। ২০২৪ সালের ঘটনায় কোনো যুদ্ধ না হওয়ায় তা আন্তর্জাতিক অপরাধের আওতায় পড়ে না।

তবে প্রসিকিউশন বলছে, অভিযোগ সত্য-মিথ্যা নির্ধারণ হবে বিচার শুরুর পর, অভিযুক্তদের অব্যাহতির আগে সেসব যাচাই প্রয়োজন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ