জঙ্গি সন্দেহে গ্রেপ্তারের পাঁচ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে তারা মুক্তি পান।
২০২০ সালের ৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে যায়। ১৭ দিন নিখোঁজ থাকার পর ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরকসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। একইসঙ্গে কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানায় বোমা হামলা মামলায় তাদের অভিযুক্ত করা হয়। পরবর্তীতে আরও চারটি মামলা দায়ের করা হয়।
ছয় মামলার মধ্যে দুইটিতে খালাস, দুইটিতে জামিন এবং সোনাডাঙ্গা থানার দুটি মামলায় সাজা হয়। ওই মামলাগুলোতেও উচ্চ আদালত জামিন মঞ্জুর করেন।
আদেশ কারাগারে পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় সহপাঠীরা কারাফটকে উপস্থিত ছিলেন।