Home আঞ্চলিক সংবাদ খুলনায় বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

খুলনায় বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ

0

খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানী পদত্যাগ করেছেন। সোমবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন এবং জানান, পদত্যাগপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

৪ আগস্ট পুলিশের গুলিতে আহত হওয়া রাফসান খুলনার অভ্যুত্থান-আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর ব্যানারের মধ্যে স্বার্থপরতা, দ্বন্দ্ব ও দুর্নীতি প্রবেশ করে। তার ভাষায়, ‘বিপ্লবীদের সরিয়ে সুবিধাবাদীদের জায়গা করে দেওয়ার খেলা শুরু হয়েছে।’

তিনি বলেন, আন্দোলনে পরিবারসহ ত্যাগ স্বীকার করলেও পরবর্তীতে ব্যানারের পক্ষ থেকেই তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলা হয়। এ অবস্থায় তিনি নিজেকে গুটিয়ে নেন এবং জানান, এখন থেকে ছাত্রদলের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করবেন।

Exit mobile version