26.9 C
Khulna
Tuesday, July 8, 2025

খুলনায় বৈষম্যবিরোধী দুই নেতাকে শোকজ

খুলনায় এক মেলার আয়োজকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদের বিরুদ্ধে। সম্প্রতি চাঁদা দাবির একটি ১ মিনিট ৩৬ সেকেন্ডের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে আজাদকে আয়োজক প্রতিষ্ঠান মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক মন্টু মিয়ার কাছে চাঁদা চাইতে শোনা যায়। মন্টু অভিযোগ করেন, এটি ছিল পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেলা, সেখানেও তাদের কাছে চাঁদা দাবি করা হয়। শেষ পর্যন্ত ৩ লাখ টাকা দিতে বাধ্য হন বলে জানান তিনি।

এ ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি তানভীর ও আজাদকে শোকজ করেছে। চিঠিতে বলা হয়, তাদের কর্মকাণ্ড সংগঠনের নীতিমালার পরিপন্থী ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল।

অন্যদিকে অভিযুক্ত দুই নেতা অভিযোগ অস্বীকার করে অডিও ক্লিপটিকে এডিট করা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ