যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানানো হলেও আলোচনা ও দরকষাকষির সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর আগে ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ ঘোষণা দিয়ে ট্রাম্প শুল্ক আরোপের কথা বললেও পরে বিশ্ববাজারে অস্থিরতা দেখে ৯০ দিনের জন্য তা স্থগিত করেন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও শুল্ক কার্যকর করার ঘোষণা এলো।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন, “১ আগস্টের সময়সীমা চূড়ান্ত, তবে শতভাগ নয়।” তিনি জানান, অন্য দেশগুলো উপযুক্ত প্রস্তাব দিলে তা গ্রহণের সম্ভাবনা রয়েছে।
এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে উদ্বেগ ছড়িয়েছে। জাপানের প্রধানমন্ত্রী একে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ে—নাসডাক সূচক ০.৯% ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮% হ্রাস পেয়েছে।
তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।