25.9 C
Khulna
Wednesday, July 9, 2025

খুলনায় ১১ জুলাই আসছেন নাহিদ-হাসনাত

খুলনায় জুলাই পদযাত্রায় অংশ নিতে আসছেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন শুক্রবার (১১ জুলাই) খুলনায় আসছেন। ওই দিন বিকেল ৫টায় শিববাড়ি মোড়ে ও সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রায় তারা অংশ নেবেন।

‘ইতিবাচক পরিবর্তনের বার্তা, গুম-খুন ও গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র’ তুলে ধরতে এ কর্মসূচি আয়োজন করেছে এনসিপি খুলনা। এ উপলক্ষে ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব ডা. আব্দুল্লাহ চৌধুরী।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। পাশাপাশি ৬টি আলাদা সেল গঠন করা হয়েছে—প্রচার, লজিস্টিক, আর্থিক, নিরাপত্তা, আপ্যায়ন ও এ্যাকোমডেশন—যা পদযাত্রা সফল করতে কাজ করবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ