25.9 C
Khulna
Tuesday, July 8, 2025

চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

চীন থেকে ইরানের কাছে অত্যাধুনিক এইচকিউ-৯বি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও এর উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই–এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে ইরান। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটি চীন থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে।

জানা গেছে, ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার চালান ইরানে পৌঁছায়। তবে ঠিক কত সংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ইরান হাতে পেয়েছে, তা নিশ্চিত করেননি কোনো কর্মকর্তা। একজন কর্মকর্তা জানিয়েছেন, এই অস্ত্রের মূল্য চীনা আমদানিকৃত তেলের মাধ্যমেই শোধ করছে ইরান।

চীন বর্তমানে ইরানি জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন প্রশাসনের তথ্যমতে, ২০২৪ সালের মে মাসে ইরানের প্রায় ৯০ শতাংশ জ্বালানি রপ্তানি গেছে চীনে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্কের একটি বড় ইঙ্গিত হলো এই ক্ষেপণাস্ত্র সরবরাহ। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার সময় চীন বা রাশিয়া প্রকাশ্যে ইরানকে সামরিক সহায়তা দেয়নি।

ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। ১৯৮০-এর দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীনা এইচওয়াই-২ সিল্কওয়ার্ম ক্রুজ মিসাইল সংগ্রহ করেছিল ইরান। সেই মিসাইল দিয়ে ইরাক যুদ্ধের সময় কুয়েত ও একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছিল।

২০১০ সালে ইরান চীনের তৈরি এইচকিউ-৯ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পায় বলে আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়। বর্তমানে তারা রাশিয়ার এস-৩০০ ব্যবস্থাসহ নিজস্ব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা—খোরদাদ সিরিজ এবং বাভার-৩৭৩—ব্যবহার করে।

তবে ইরানের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ব্যবহৃত মার্কিন নির্মিত স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ মোকাবেলায় কতটা কার্যকর, তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে চীন তাদের এইচওয়াই-৯ ও এইচকিউ-১৬ ব্যবস্থা পাকিস্তান এবং মিশরের কাছেও সরবরাহ করেছে।

উল্লেখ্য, এইচকিউ-৯বি এখন পর্যন্ত কোনো সরাসরি যুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে চীনা সামরিক মহড়ায় এই সিস্টেম স্টেলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও অন্যান্য উচ্চগতির লক্ষ্যবস্তু ধ্বংসে সফলতা দেখিয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ