প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫
খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া আকাশের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে নদীতে ভেসে ওঠে তার মরদেহ।
নিহত আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী ট্রলারটির সঙ্গে ফেরির সংঘর্ষ হয়। এসময় ট্রলার থেকে দু’জন যাত্রী নদীতে পড়ে যান। স্থানীয়রা এক জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আকাশ নিখোঁজ ছিলেন।
ঘটনার পর খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নিলেও আকাশকে জীবিত পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে ওঠে তার লাশ।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।