25.9 C
Khulna
Wednesday, July 9, 2025

ভাঙা শুরু জামালপুরের বিজয় চত্বর

জামালপুরে ভেঙে ফেলা হচ্ছে বিজয় চত্বরের মূল স্তম্ভ। সেখানে নির্মাণ করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’। মঙ্গলবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটায় অবস্থিত স্থাপনাটি ভাঙার কাজ শুরু হয়।

সূত্র জানায়, সারাদেশের মতো জামালপুরেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মাণ করা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। এ লক্ষ্যে ভাঙা হচ্ছে বিজয় চত্বরের বর্তমান স্থাপনা। প্রায় ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে নির্মিত হয় বিজয় চত্বর, যার নামকরণ শুরুতে করা হয়েছিল ‘মির্জা আজম চত্বর’ নামে।

উল্লেখযোগ্যভাবে, গত ৩ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় জামালপুরের বিজয় চত্বর ভেঙে সেখানে জুলাই শহীদদের স্মরণে নতুন স্মৃতি স্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ