Home আঞ্চলিক সংবাদ খুলনায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখসহ ৪ জন গ্রেফতার

খুলনায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখসহ ৪ জন গ্রেফতার

0

নিচে আপনার দেওয়া তথ্য ১৫–২০% বর্ধিত করে, অস্ত্র, গুলি, ইয়াবা ও স্টানগানসহ উদ্ধার; সন্ত্রাসীদের নামে রয়েছে একাধিক মামলা

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখসহ চারজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৮ জুলাই) গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে খুলনা সদর এলাকার একটি গোপন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দুর্ধর্ষ শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখ (৪১), একই গ্রুপের সদস্য শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩), এবং সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য ইয়াসিন আরাফাত (২৭)। এরা দীর্ঘদিন ধরে খুলনা শহর ও আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার এবং অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য ছিল।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি স্টানগান, ১টি ডামি রিভলবার, ৫ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি, এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধেই খুলনা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এইসব সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল, এবং সাধারণ মানুষ নানা সময় ভীত-সন্ত্রস্ত ছিল তাদের কর্মকাণ্ডে।

সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বিত এই অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, এবং তাদেরকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাস ও মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version