25.7 C
Khulna
Wednesday, July 9, 2025

অলৌকিকভাবে বেঁচে ফিরলেন মাটির নিচে চাপা পড়া বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন এক বাংলাদেশি শ্রমিক। নেগরি সেম্বিলান রাজ্যের বান্দার বারু নিলাইয়ের টেক পার্ক শিল্পাঞ্চলে পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে পড়লে তিনি নিচে চাপা পড়েন।

ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই) রাতে। মালয়েশিয়ার উদ্ধারকারী সংস্থা জানায়, রাত ৭টা ৪৪ মিনিটে তারা জরুরি কল পান এবং ৮টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২৮ মিনিটে ওই বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

৩৮ বছর বয়সী এই কর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। উদ্ধার শেষে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকারীরা জানান, সময়মতো পদক্ষেপ নেওয়ার কারণেই তার জীবন রক্ষা পেয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ