Home আঞ্চলিক সংবাদ খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

0

খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আওয়াল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৫০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা আওয়াল ভোর ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। কিন্তু সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ডা. ইশতিয়াক। নিহত সবাই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

Exit mobile version