28 C
Khulna
Wednesday, July 9, 2025

দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে এখন মহামারির মতো চাঁদাবাজি ও দখলদারিত্ব ছড়িয়ে পড়েছে। এসব অনিয়ম-অবিচার বন্ধ করতে হলে এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে তার কার্যকর সমাধান করতে হবে।

মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা কার্যালয় উদ্বোধনের সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম আরও বলেন, প্রান্তিক এলাকাগুলোর উন্নয়ন এখনো সমানভাবে হয়নি। কোথাও শিক্ষার সংকট, কোথাও কর্মসংস্থানের অভাব, কোথাও চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা—এই সব সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। শুধু এলাকা নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থাতেই পরিবর্তন আনতে হবে। আমরা চাই, মুজিবনগর-মেহেরপুর থেকে শুরু করে সারাদেশে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে।

এরপর বুধবার সকালে নেতাকর্মীরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তাঁরা পথযাত্রা ও পথসভায় অংশ নেবেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ