জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তাঁর যৌক্তিক বক্তব্যকে ‘গণমাধ্যমের প্রতি হুমকি’ হিসেবে প্রচার করা হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বসুন্ধরা একটি ‘ভূমিখেকো, হত্যা মামলায় অভিযুক্ত ও মিডিয়া মাফিয়া’ গ্রুপ, যারা ৫ আগস্টের অভ্যুত্থানের পর তরুণ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অপতথ্য ও ঘৃণার প্রচারণা চালাচ্ছে। তিনি এসব বন্ধ করে পেশাদার সাংবাদিকতায় ফিরে আসতে বসুন্ধরাকে হুঁশিয়ার করেন।
হাসনাত বলেন, কিছু সাংবাদিক তাঁর বক্তব্যকে বিকৃত করে বসুন্ধরার পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছেন, যারা আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকলেও এখন ওই মাফিয়া গ্রুপের ছত্রচ্ছায়ায় আশ্রয় নিয়েছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের নেতাদের সমালোচনা করে বলেন, তারা চব্বিশের ছাত্র–জনতা হত্যার সময় কোনো বিবৃতি না দিলেও এখন বসুন্ধরার পক্ষে বিবৃতি দিয়ে সত্য আড়াল করছেন।
তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী তথ্যসন্ত্রাসীদের’ একটি অংশ বর্তমানে সাংবাদিকতার নামে ফ্যাসিস্ট শক্তিকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে পুনর্গঠনের চেষ্টা করছে।
পোস্টের শেষে তিনি বলেন, বসুন্ধরার পক্ষে দাঁড়িয়ে যারা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তারা আসলে আওয়ামী ফ্যাসিবাদের সহচর হয়ে উঠেছেন। এই প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে তিনি মন্তব্য করেন।