26.2 C
Khulna
Wednesday, July 9, 2025

ভারত কখনোই আমাদের মিত্র নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলির নির্দেশদাতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এ থেকে প্রমাণ হয়—ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত মিত্র ছিল না।”

বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক জনসভায় এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে এনসিপি মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে, যার নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “শেখ হাসিনার নির্দেশেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। সেই খুনিকে এখন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত আমাদের কোনোদিনই বন্ধু ছিল না। তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একের পর এক বাংলাদেশি নাগরিককে হত্যা করে চলেছে। গতকালও চুয়াডাঙ্গা সীমান্তে একজন বাংলাদেশির লাশ পাঠিয়েছে তারা।”

তিনি বলেন, “এখন দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে—বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে।”

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হিসেবে নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের ৫৪ বছর পার হলেও সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করব, যেটির ভিত্তিতে দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে। আমরা চাই—এই দেশ এগিয়ে যাক, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক। আমরা আপনাদেরই সন্তান, তাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ