ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি ও এএনআই জানিয়েছে।
প্রতিরক্ষা সূত্র জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, এতে পাইলট নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যুদ্ধবিমানটি কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছিল কিনা, না কি এটি ছিল একটি প্রশিক্ষণ মিশন।
উল্লেখ্য, রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, যোধপুর ও বিকানের অন্যতম। এর আগে চলতি বছরের এপ্রিলে গুজরাটের জামনগরের কাছে আরেকটি জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়েছিল।
পরপর এই ধরনের দুর্ঘটনা বিমান বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।