25.7 C
Khulna
Monday, August 25, 2025

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাদের সবাইকে ডিসেম্বরের আগেই প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের পূর্ববর্তী মাসগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ নির্ধারণের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ