25.9 C
Khulna
Thursday, July 10, 2025

“জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে চলবে না: হেফাজত” – আজিজুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশে কার্যালয় স্থাপনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজত। তিনি অভিযোগ করে বলেন, অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা চালিয়েছে। এমন হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির পরিপন্থী।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ যেমন জাতিসংঘের এই কার্যালয় মেনে নেবে না, তেমনি হেফাজতে ইসলামও এর ঘোর বিরোধিতা করছে। আমরা অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।”

বুধবার সিলেট মহানগর হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর দরগাহ গেটসংলগ্ন একটি হোটেলে আয়োজিত সভায় মাওলানা ইসলামাবাদী আরও বলেন, “কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদের মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও দুরভিসন্ধিমূলক। হেফাজত এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তার অপসারণ দাবি করছে।”

সিলেটে হেফাজতে ইসলাম বিভক্ত কি না— এমন প্রশ্নের জবাবে হেফাজতের জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালি বলেন, “কেন্দ্রীয় কমিটির বাইরে কেউ হেফাজতের নামে কোনো কর্মকাণ্ড চালালে তার দায়ভার আমাদের নয়। আমাদের মধ্যে কোনো বিদ্রোহী নেই, কেউ হেফাজতের নাম ব্যবহার করলে তাদের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদ। এতে আরও বক্তব্য দেন দরগাহ মাদরাসার মুহতামিম ও মহানগর শাখার উপদেষ্টা মাওলানা মাসুক উদ্দিন, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা মুজাম্মিল হোসাইন চৌধুরী, মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি নোমানী চৌধুরী প্রমুখ।

১৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: এর আগে মহানগর শাখার ১৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ। পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন- সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা হাফিজ তাজুল ইসলাম হাসান, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মুজাম্মিল হক্ব তালুকদার, মাওলানা শায়খ সাইফুল্লাহ, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াছ, মাওলানা এমরান আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ খান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ। সাংগঠনিক সম্পাদক, মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রশীদ আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা নেয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা হাফেজ মঞ্জুরে মাওলা। অর্থ সম্পাদক মাওলানা আহমদ কবির, সহ-অর্থ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি কয়েস আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মাওলানা ফখরুজ্জামান। প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-প্রচার সম্পাদক হাফিজ ফখরুদ্দিন রুস্তুম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মাছুম আহমদ, মাওলানা সদরুল আমীন, মাওলানা হাফিজ শরীফ উদ্দীন, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, মাওলানা আমীন আহমদ রাজু। অফিস সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, সহ-অফিস সম্পাদক হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন। সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, মুফতি মুহাম্মদ উবায়েদ, মাওলানা হাফিজ আব্দুল্লাহ নেজামী, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা হাফিজ রিয়াজ আল মামুন। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মুশিউর রহমান, অ্যাডভোকেট নোমান আহমদ, অ্যাডভোকেট মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল হক, দা’ওয়াহবিষয়ক সম্পাদক মুফতি জিয়াউর রহমান। সহ-দা’ওয়াহবিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা হাফিজ শিব্বির আহমদ, মাওলানা হাফিজ আহমদ সগীর, মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, মাওলানা মাশুক আহমদ, মাওলানা আবুল খয়ের। এছাড়া সদস্যরা হলেন- মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী, মুফতি শফিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাফিজ ফখরুজ্জামান, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মুফতি রশিদ মকবুল, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা মাহতাব উদ্দীন, মাওলানা ইমামুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা আছরার আহমদ, পীর আব্দুল জব্বার, মাওলানা মঞ্জুর রশীদ আামিনী, মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মুহাম্মদ হুসাইন, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা রশিদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মুফতি মুজির উদ্দিন ক্বাসিমী, প্রফেসর শাহ আলম, মাওলানা শাহ আশিকুর রহমান, জনাব আব্দুল কাইয়ূম কামাল, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, আব্দুল হান্নান তাপাদার, ডাক্তার মুহাম্মদ ফয়জুল হক, ডাক্তার মাওলানা মুস্তফা আজাদ, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা জুবাইর আল মাহমুদ, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, এ কে এম আব্দুল্লাহ আল মামুন, ড. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার বুরহান উদ্দীন, মুফতি রাশেদ আহমদ, মাওলানা সাদিক আহমদ, মাওলানা মনসুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নুর হুসেন, মুফতি আহমদুল হক উমামা, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা জামিল মাসরুর, মুফতি সালেহ আহমদ, মাওলানা হাফেজ এনামুল হক জুনাইদ, হাফিজ মাসুম আহমদ, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা হাফেজ জাকারিয়া আল-হাসান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আব্দুল জলীল, মাওলানা ওলিউর রহমান, মুফতি মাহফুজ আহমদ, মাওলানা আহমদ হুসেন, মাওলানা হাফিজ হারুনুর রশীদ, মাওলানা কমর উদ্দীন, এডভোকেট রেজাউল হক, মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মাওলানা সালিম ক্বাসিমী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ইয়াহিয়া তালহা চৌধুরী, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা শফি আহমদ কামরান, মাওলানা শহীদ আহমদ, মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল গফ্ফার, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ এখলাছুর রহমান, মাওলানা আবুল হুসেন, হাফিজ সিরাজ উদ্দীন, মাওলানা আব্বাস জালালী, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী মৌলভী মুশার্রাফ হুসাইন, মাওলানা হাফেজ মুজাক্কিরুল হক তালুকদার, মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা মুহি উদ্দিন, মুফতি বুরহান উদ্দীন, মাওলানা মামুনুর রশীদ, মুফতি শামসুল ইসলাম, মুফতি ফুজায়েল আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মস্তফা নাদিম, মাওলানা আবিদ হাসান, মাওলানা আজমল, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা বদরুল ইসলাম, জনাব তাহসিন চৌধুরী, জনাব হিজকিল গুলজার, জনাব আব্দুল ফাত্তাহ, ডাক্তার হেলাল আহমদ, জনাব আব্দুল মালিক মারুফ, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা আব্দুল আহাদ নুমানী, জরাব শাহেদ আহমদ, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল হান্নান, জনাব আব্দুল করিম, হাফিজ মাহমুদ, মাওলানা আব্দূল কাইয়ুম, মাওলানা মুহিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মুহিত, মাওলানা আব্দুল হালিম, আহমদুল হক ফয়েজী, রফিকুল ইসলাম বাদল, মনিরুল ইসলাম ফোয়াদ, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ