25.7 C
Khulna
Monday, August 25, 2025

ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। এটি নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত কোনো প্রতীক হবে না— এ সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে।”

নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছিল। পাশাপাশি সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলার আবেদন করেছিল।

তবে দেশের জাতীয় প্রতীকেও শাপলার ব্যবহার থাকায় নির্বাচন কমিশন মনে করে, এটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া উপযুক্ত নয়। এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কমিশন ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান সংশ্লিষ্ট কমিশনার।।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ