25.7 C
Khulna
Monday, August 25, 2025

‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। তাই এটি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহারে কোনো বাধা থাকা উচিত নয়। একইভাবে ধানের শীষ, পাট পাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ—তবুও সেগুলো রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই শুধু শাপলার ক্ষেত্রে আলাদা মানদণ্ড প্রযোজ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব কথা বলেন। তিনি লিখেছেন, “যদি জাতীয় প্রতীকের কোনো একটি অংশ রাজনৈতিক প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে। শাপলা জাতীয় ফুল হলেও আইনগতভাবে প্রতীক হিসেবে ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল তো ইতোমধ্যেই একটি নির্বাচনী প্রতীক হিসেবে রয়েছে। কেউ যদি প্রতীক দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলে দেওয়া উচিত।”

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘শাপলা’ প্রতীকটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এটি প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। এটি নির্বাচনী প্রতীক হিসেবে সিডিউলভুক্ত হচ্ছে না। কমিশন এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ