Home সারাবাংলা মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে যুবকের মৃত্যু

0

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধরের জেরে এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু একই উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারে প্রায়ই কলহ হতো। বুধবার সকালে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে মারধর করেন বাবু। পরে মা বিষয়টি প্রতিবেশীদের জানালে, রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়ি ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পারিবারিক হলেও যেহেতু মারধরের ফলে মৃত্যু হয়েছে, তাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version