Home আঞ্চলিক সংবাদ খুলনায় চুরির ৩ দিন পর মালামালসহ দুইজন গ্রেফতার

খুলনায় চুরির ৩ দিন পর মালামালসহ দুইজন গ্রেফতার

0

খুলনা | ১০ জুলাই ২০২৫

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সেনপাড়া এলাকায় একটি মুদি দোকানে চুরির ঘটনায় নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ পণ্যসামগ্রীও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা খুলনা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত মুনসুর আলীর দোকান ঘরের টিনের বেড়া ভেঙে দোকানে প্রবেশ করে। তারা নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মুদি মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় ৯ জুলাই মামলা (নং-০৬, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড) রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালায় থানাধীন আবু সুফিয়ান কলোনী এলাকায়। অভিযানে চুরির সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিম সেনপাড়ার দুই বাসিন্দা—সালাউদ্দিন মিনা (২৫), পিতা- সাহেব আলী মিনা, এবং সাথী (২২), স্বামী- আব্দুর রহমান—কে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে দোকান থেকে চুরি হওয়া ৫২ পিস সাবান, ৪ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ১২ প্যাকেট সার্ফ এক্সেল, ৩৬টি মিনি কন্ডিশনার, ১০টি রাজিব চকো চকো বলপেন, ৫১ প্যাকেট বিস্কুট, ১২ প্যাকেট ড্রাই কেক, ৭ প্যাকেট কেক, ১৯ প্যাকেট টেস্টি স্যালাইন, ৪ প্যাকেট টিস্যু, ২ প্যাকেট মশার কয়েল, ৩ বোতল স্পিড, ৩ বোতল ফিজ আপ, ২ বোতল ম্যাক্স কোলা এবং ৯টি সিলন ইনস্ট্যান্ট মিল্ক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর সহযোগিতা ও তথ্য প্রদান এই ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তদন্ত অব্যাহত রয়েছে।

Exit mobile version