25.9 C
Khulna
Friday, July 11, 2025

দুই জাহাজ ডুবিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা!

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে ফেলার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে হামলার চেষ্টাও চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরাইলি সেনাবাহিনীর হামলা প্রতিহতের ঘোষণার পর তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছে।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা গ্রিসের মালিকানাধীন, লাইবেরিয়ান পতাকাবাহী ‘এটারনিটি সি’ জাহাজের ছয়জন নাবিককে আটক করেছে। সোমবার ওই জাহাজে হামলা চালানো হয়, যাতে কমপক্ষে চারজন নাবিক প্রাণ হারান।

ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স ‘অ্যাসপাইডস’ জানিয়েছে, ‘এটারনিটি সি’ জাহাজে মোট ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১১ জন এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ছয়জন হুতিদের হেফাজতে রয়েছে।

হুতিদের মুখপাত্র সারি বলেন, তারা জাহাজের কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসাসেবা দিচ্ছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে।

আল জাজিরা আরও জানায়, হুতিরা ম্যাজিক সিজ নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পরপরই ‘এটারনিটি সি’-তে হামলা চালায়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ