Home সারাবাংলা স্কুলটির সব ছাত্রী বিবাহিত, তাই কেউ পাস করেনি!

স্কুলটির সব ছাত্রী বিবাহিত, তাই কেউ পাস করেনি!

0

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পিরোজপুর জেলার দুইটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

অপূর্ণ সাফল্যের তালিকায় রয়েছে—পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানই এমপিওভুক্ত এবং সেখানে মোট ১০ জন শিক্ষক কর্মরত থাকলেও শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের এসব স্কুলে শিক্ষা কর্মকর্তাদের নজরদারিও একেবারেই কম।

জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার জানান, “আমাদের স্কুল থেকে এবার ১২ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়েছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় মাত্র ৫ জন, আর সবাই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীরা সবাই বিবাহিত, তাই নিয়মিত ক্লাসে আসেনি। সেভাবে লেখাপড়াও করেনি। এ কারণেই ফল এমন হয়েছে।”

অন্যদিকে ভান্ডারিয়ার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, “আমাদের স্কুল থেকে এবছর ৭ জনের রেজিস্ট্রেশন হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ জন—৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত। সবাই গ্রামাঞ্চলের শিক্ষার্থী, নিয়মিত ক্লাস করেনি, বাড়িতেও পড়াশোনায় মনোযোগ ছিল না। তাই কেউ পাস করতে পারেনি।”

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, “এ ধরনের কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।”

Exit mobile version