31.5 C
Khulna
Friday, July 11, 2025

খুলনায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী জখম

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা শহরের ব্যস্ততম সড়ক আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত হাফিজুর রহমান আহসান আহমেদ রোড এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হাফিজুর রহমান ল’ কলেজের সামনের একটি ফুচকার দোকান এবং কাঠ গোলার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় মুখে মাস্ক পরা দুই যুবক অতর্কিতে তার পেছন থেকে ক্ষুর জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। হামলার আকস্মিকতায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে খুলনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, পরিকল্পিত হামলা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত আহসান আহমেদ রোডে এমন একটি সন্ত্রাসী হামলা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ