Home আঞ্চলিক সংবাদ খুলনায় আজ এনসিপির সমাবেশ, আসছেন নাহিদ-হাসনাত-সারজিস

খুলনায় আজ এনসিপির সমাবেশ, আসছেন নাহিদ-হাসনাত-সারজিস

0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় নেতারা আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় আসছেন। আগত নেতারা হলেন: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।

ওই দিন বিকেল ৫টায় শিববাড়ি মোড় এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে তারা অংশ নেবেন “জুলাই পদযাত্রা”-তে। এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের সামনে উপস্থাপন করবেন ইতিবাচক পরিবর্তনের বার্তা, সংস্কার ও জুলাই ঘোষণাপত্র। পাশাপাশি, গুম, খুন এবং গণহত্যার বিচারের দাবিও তুলে ধরবেন তারা।

এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি খুলনা জেলা শাখা গঠন করেছে ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম আরিফুর রহমান মিঠু এবং মোল্লা শওকত হোসেন বাবুল। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী।

পদযাত্রা বাস্তবায়নের জন্য ছয়টি পৃথক সেল গঠন করা হয়েছে:

প্রচার ও প্রচারণা সেল: ডা. আব্দুল্লাহ চৌধুরী

লজিস্টিক সেল: আহম্মদ হামীম রাহাত

আর্থিক ব্যবস্থাপনা সেল: এস এম আরিফুর রহমান মিঠু

নিরাপত্তা সেল: ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু

আপ্যায়ন সেল: সাজিদুল ইসলাম বাপ্পি

আবাসন (এ্যাকোমডেশন) সেল: রাফসান রফিক ওশান

এনসিপির খুলনা সফর ও “জুলাই পদযাত্রা” কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

Exit mobile version