28.9 C
Khulna
Saturday, July 12, 2025

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদলের সাবেক নেতা মাহবুব মোল্লা (৩৫) দুর্বৃত্তদের গুলি ও রগ কেটে নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। জুমার নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন তিনি।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব মোল্লা বাসা থেকে বের হতেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ করে গুলি চালায়। এরপর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে দেয় তারা। হামলার আকস্মিকতায় এলাকাবাসী হতবাক হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরেছিলেন, অপর দুইজন ছিলেন খোলা মুখে। গুরুতর আহত মাহবুবকে স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংক্রান্ত একটি ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহবুব মোল্লাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ