Home সারাবাংলা যোগ হয়নি ব্যবহারিকের নম্বর, এক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীর সবাই ফেল

যোগ হয়নি ব্যবহারিকের নম্বর, এক বিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীর সবাই ফেল

0

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের ৬৩ জন এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় অকৃতকার্য হয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। ভুক্তভোগীরা মনে করছেন, বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন বিপর্যয় ঘটেছে। এতে অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ফলাফলে দেখা যায়, হাসাদহ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের টেড ইন্সট্রাকশন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৩ জন শিক্ষার্থীই ফেল করেছে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধান দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী অর্ক বলেন, “সব বিষয়ে ভালো ফল করেছি, কিন্তু ব্যবহারিক পরীক্ষার নম্বর না থাকায় ফেল দেখাচ্ছে। দোষ কার, জানি না। কিন্তু আমরা কেন ভুগবো?”

অন্য শিক্ষার্থী মিম বলেন, “ব্যবহারিক নম্বর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাই জমা দেন। যদি নম্বর যোগ না হয়, তাহলে এটা শিক্ষকদের অবহেলার ফল। সঠিকভাবে মনিটরিং করলে এমনটা হতো না।”

সিফাত নামে এক শিক্ষার্থী বলেন, “আমরা সময়মতো ব্যবহারিক খাতা জমা দিয়েছি। এখন বোর্ডে নম্বর না থাকায় ফলাফলে ফেল দেখাচ্ছে। এটা সম্পূর্ণ শিক্ষকদের ব্যর্থতা।”

বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, “আমরা সময়মতো শিক্ষার্থীদের নম্বর পাঠিয়েছি। কিন্তু বোর্ড বলছে তারা নম্বর পায়নি। এটি একটি কারিগরি ত্রুটি। এখন বোর্ডের নির্দেশে ম্যানুয়ালি নম্বর নিয়ে যেতে হবে। আশা করছি রোববারের মধ্যে সমস্যার সমাধান হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, “কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। এতে আমাদের ৬৩ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

Exit mobile version