রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংশ্লিষ্ট সদস্যদের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (১১ জুলাই) রাতে এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, “মিটফোর্ডের ঘটনায় আমরা দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নিয়েছি। তারপরও বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে—এটি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও নোংরা অপরাজনীতির অংশ। বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠন কখনো অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। এ বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”
অপরদিকে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের যৌথ বিবৃতিতে জানানো হয়, মামলার এজাহারভুক্ত দুই অভিযুক্ত—যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের কোনো অপকর্মের দায়দায়িত্ব যুবদল নেবে না। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।