28.1 C
Khulna
Sunday, July 13, 2025

চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’

রাজধানীর মিরপুরে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রতিদিনই মিরপুরের কোনো না কোনো এলাকায় প্রকাশ্যে কিংবা গোপনে আদায় করা হচ্ছে চাঁদা। এসব চাঁদাবাজদের আটক করলে তাদের পক্ষে অনেক রাজনৈতিক নেতা থানায় এসে তদবির করেন। তবে এবার চাঁদাবাজি রুখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া শুক্রবার (১১ জুলাই) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি এবং তদবিরকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি লেখেন, “মিরপুর এলাকায় চাঁদাবাজদের পক্ষে যে নেতা তদবির করতে আসবেন, তাকেও গ্রেফতার করা হবে। সবাই সতর্ক থাকুন। নয়তো হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ