32.5 C
Khulna
Saturday, July 12, 2025

আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে?’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অনুভূতির প্রকাশ করেন।

তিনি লেখেন, “আহ! কী নৃশংস দৃশ্য! কতটা বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিওটি দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর ও নির্দয় হতে পারে!”

ড. আজহারী আরও বলেন, “এ ধরনের দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে তারা ধ্বংস করে দেবে নতুন বাংলাদেশের সম্ভাবনা। জনসমক্ষে, দিনের আলোয় এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ যেন পার পেয়ে না যায়। এসব খুনি ও নৈরাজ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সব ধরনের জুলুমের অবসান এবং দেশের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই। যেন বাংলাদেশে আর কখনো এমন বর্বরতার পুনরাবৃত্তি না ঘটে।”

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সম্প্রতি চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।

এছাড়া একই দিন (১১ জুলাই) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন এক মুসল্লি, বিল্লাল হোসেন। জানা যায়, ইমামের জুমার খুতবা পছন্দ না হওয়ায় তিনি এ ভয়াবহ হামলা চালান।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ